![]() |
উদাস পথিক |
পায়ে খড়ম, পথ চলছে অবিরাম।
বাবড়ি চুল পড়ে আছে
উদাস চোখের উপরে।
বোঝায় শুধু দীনতার ভার।
পুরোনো একখানি ব্যাগ কাঁধে
নড়বড়ে লাঠিও আছে হাতে।
আকাশ কি বোঝেনি?
পথিক চলে তাহার আপন মনে
কত ভাবনা উঠে-পড়ে মনের ভিতরে।
বাতাস কি বোঝেনি?
কে জানে একটু শুয়েছিল কোন প্রাতে
চলার পথে ক্লান্ত সে জিরোয় পথে -পথে।
ঝিলের বারি কি বোঝেনি?
প্রকট রোদে যাচ্ছে তাহার পিঠ পুড়ে
তেষ্টায় যাচ্ছে তাহার গলা শুকিয়ে।
সবুজ দূর্বাদল কি বোঝেনি?
চলছে, আরো চলছে -অবিরাম চলছে
আবার, ক্লান্ত হয়ে জিরোয় পথে-পথে।
জলপান করে, পরে টান দেয় গানে।
পথিক আজ হাড্ডিসার বৃদ্ধ
একসময় তারও ছিলো ঐশ্বর্য।
একা করে দিলো সবাই গুনে ধরলো যেই।
চোখ বন্ধ করলে রাত, খুলিলে দিন
তোমার, তার ও আমার সব এক জলাধারে লীন।
এ যেন অনন্তময়ের পরম মহিমা।
wayfarer
Biddamay sarkar
Turban on head, sweat dripping all over
Stilt feet, the road is endless.
Hair loss
Above the bored eyes.
His thin body and tired face
Means only the burden of humility.
An old bag on the shoulder
There is also a shaky stick in hand.
Bored eye look
Did not understand the sky?
The traveler walks in his own mind
How many thoughts rise and fall inside the mind.
Bored eye look
Did not understand the wind?
Who knows where he slept a little
He is tired on the way to zero.
Bored eyes look
Did not understand Jheel Bari?
His back is burning in the bright sun
His throat is dry.
Bored eyes look
Did not understand the green storm?
On and on, on and on and on
Again, tired and on the way to zero.
Sitting in the shade of a tree, eyes open and water
Drinks water, then sings.
Pathik is the old man of Haddisa today
Once he also had wealth.
Today he has no place to worry
Everyone counted alone.
If you close your eyes it's night, if you open them it's day
Yours, his and mine all drowned in one reservoir.
The traveler's essence is endless journey
This is the glory of eternity.
(The end)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন